ঝিনাইদহঃ

চীনের নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

হাসপাতালের সংক্রামক বিভাগে খোলা হয়েছে ৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড। এছাড়াও বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে সতর্কতামূলক ব্যানার। 

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, সাধারণত ভাইরাসজনিত এ রোগটি ‘আরএনএ’ ভাইরাস দ্বারা ছড়াচ্ছে। চীনে রোগটি মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে এর প্রভাব পড়েনি। 

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে যেমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক সদর হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত রোগীদের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে। 

তিনি আরও জানান, হাসি-কাশি, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট এসব নানা লক্ষণ নিয়ে আসা রোগীদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় কোনো করোনা ভাইরাস সংক্রান্ত রোগী শনাক্ত হয়নি। মানুষকে মাস্ক ব্যবহার, জনবহুল স্থানে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here