ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কলা বোঝাই ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে কলা বোঝাই ট্রাকের ধাক্কায় মো. মহিউদ্দিন (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে ও কোটচাঁদপুর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রাজাপুর তার নিজ বাসায় ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনা শুনেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস

ঝিনাইদহে কলা বোঝাই ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

Update Time : ১১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে কলা বোঝাই ট্রাকের ধাক্কায় মো. মহিউদ্দিন (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে ও কোটচাঁদপুর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রাজাপুর তার নিজ বাসায় ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনা শুনেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস