হাবিব ওসমান, নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহে র‌্যাবের অভিযানে জেলার সদর থানার ছোট কামারকুন্ডু এলাকা থেকে কলা বোঝাই পিকআপ ভ্যান তল্লাসি করে ৫৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পিক আপের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।
শুক্রবার (১৫ ফেব্রয়ারী) বেলা ৩ টার সময় গোপন সংবাদের মাধ্যমে ঝিনাইদহ র‌্যাব-৬ জানতে পারে মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র কলা বোঝাই পিকআপ ভ্যানে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ক্যাম্পের একটি দল জেলার সদর থানার কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে ট্রাক, পিকআপসহ অন্যানী গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় একটি কলা বোঝাই পিকআপ ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্ট্রো-ন-১১-৪৭৩০) এর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর র‌্যাব সদস্যরা পিক আপটিকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু পিক আপটি না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা পিকআপটির পিছু নিয়ে আটক করে। পিক আপ তল্লাশী করে এক পর্যায়ে পিছনে কলার ছড়ির ভিতরে থেকে ৩ টি বস্তায় ৫৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা। এ সময় পিকআপের ভ্যানের ড্রাইভার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মৃত লাভলু মিয়ার ছেলে আলমিন বাবু (৩১) ও হেলপার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কুশনা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে হাসান মিয়া (২৮) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here