ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কলেজছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

Reporter Name

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর শহরের লাউদিয়া গ্রামের কলেজছাত্র ইমরান বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা নজরুল ইসলাম অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত আসামি ইমরান হোসেন, নাসিম বিশ্বাস ও মনিরুল ইসলাম মুকুলকে ফাঁসির আদেশ দেন। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডিতদের মধ্যে মনিরুল ইসলাম মুকুল পলাতক রয়েছেন। এ মামলায় অপর এক আসামি জাকির হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
৫৮৯ Time View

ঝিনাইদহে কলেজছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর শহরের লাউদিয়া গ্রামের কলেজছাত্র ইমরান বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা নজরুল ইসলাম অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত আসামি ইমরান হোসেন, নাসিম বিশ্বাস ও মনিরুল ইসলাম মুকুলকে ফাঁসির আদেশ দেন। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডিতদের মধ্যে মনিরুল ইসলাম মুকুল পলাতক রয়েছেন। এ মামলায় অপর এক আসামি জাকির হোসেনকে খালাস দেওয়া হয়েছে।