ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে কানের দুলের জন্য ৬ বছরের শিশুকে হত্যা, হত্যাকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় ৬ বছরের শিশু জান্নাতি হত্যার মুল হত্যাকারী প্রতিবেশী সেলিনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে শিশুটির কানের দুল। শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গত ১১ সেপ্টেম্বর দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার ৬ বছর বয়সী কন্যা শিশু জান্নাতি খাতুন। রাত ৯ টার দিকে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত শিশুর পিতা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব তদন্ত করে ওই নারীর সম্পৃক্ততা পেলে রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। পার্শবর্তী বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয় শিশুটির কাণের দুল। স্বর্ণের কানের দুলের কারণেই শিশুটিকে হত্যা করে সেলিনা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।

Tag :

ঝিনাইদহে কানের দুলের জন্য ৬ বছরের শিশুকে হত্যা, হত্যাকারী আটক

Update Time : ০৪:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় ৬ বছরের শিশু জান্নাতি হত্যার মুল হত্যাকারী প্রতিবেশী সেলিনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে শিশুটির কানের দুল। শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গত ১১ সেপ্টেম্বর দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার ৬ বছর বয়সী কন্যা শিশু জান্নাতি খাতুন। রাত ৯ টার দিকে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত শিশুর পিতা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব তদন্ত করে ওই নারীর সম্পৃক্ততা পেলে রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। পার্শবর্তী বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয় শিশুটির কাণের দুল। স্বর্ণের কানের দুলের কারণেই শিশুটিকে হত্যা করে সেলিনা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।