জেলার সদর উপজেলায় কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলার ‘আলোকিত মানুষ’ পদকজয়ী জহির রায়হানের উদ্যোগে এ ২০ জন কৃষককে এ সংবর্ধনা দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল চারটায় সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহের আলোকিত মানুষ ও সমাজসেবক জহির রায়হানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী।
‘এসো দেশ গড়ি পাঠাগার’ এর সমন্বয়ক তাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব, কাওসার আলী মোল্লা, ডা. জিল্লুর রহমান প্রমুখ।
এসময় স্থানীয় ২০ জন কৃষককে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়া কৃষকদের মাঝে গামছা, মাথাল ও কাস্তে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক জহির রায়হান বলেন, দেশের চালিকাশক্তি আমাদের কৃষক। কৃষকের অবদান আমরা মুখে মুখে স্বীকার করি। আমরা কয়েকজন কৃষককে সামান্য স্বীকৃতি দেয়ার চেষ্টা করেছি। যেন অন্যরা উদ্বুদ্ধ হয়।
সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, কৃষকদের নিয়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কৃষিকাজ কখনো ছোট কাজ নয়। কৃষকই আমাদের দেশের মূল কারিগর। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 



















