ঝিনাইদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
‘ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পুর্ণতা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষক সমাবেম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের শিশু একাডেমী মিলনায়তনে ‘কৃষক পরিবার’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবীর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা ড্রাগণ চাষী সকল্যাণ মিতির সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে কৃষক পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা, সার সিন্ডিকেট বন্ধ, ফসল বীমা, সরকারি অফিসে কৃষকদের কাজের অগ্রাধিকার, উপজেলা পর্যায়ে হিমাগার স্থাপনাসহ কৃষি ক্ষেত্রে কর্মরত অবস্থায় কৃষক মারা গেলে রাষ্ট্রীয় সম্মানা প্রদাণসহ কয়েকটি দাবী পেশ করেন।
দিনব্যাপী সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার সাড়ে ৩’শ কৃষক এ সমাবেশে অংশ নেয়।