ঝিনাইদহের মহেশপুরে সড়কের পাশের খেজুরগাছের সাথে দ্রুতগতির মোটরসাইকেলে ধাক্কায় ইউসুফ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ ) বিকালে উপজেলার কোটচাঁদপুর-আজমপুর সড়কের আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোবাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, আজমপুরের দিক থেকে মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুর যাওয়ার সময় আজমপুর এলাকয় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খেজুর গাছের সাথে ধাক্কা দিয়ে ধান ক্ষেতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান ইউসুফ আলী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানায় এস আই খাইরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
সবুজদেশ/এসইউ