শিপলু জামান (বিশেষ প্রতিনিধি)ঃ ঝিনাইদহে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা যাচ্ছে তবে হয়তো বা পরে কিছুটা বাড়তে পারে। ভোটগ্রহন চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। পরে ভোট গণণা শেষে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।
আজ ঝিনাইদহের ৪ টি উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতা বিজয়ী হয়েছ্ এখানে শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলার ৪ উপজেলায় ৪২৩ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১৩৪২৫৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মোট ভোট কেন্দ্রের মধ্যে ২৫৫ টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে ধরা হয়েছে।অন্যদিকে শৈলকুপা উপজেলা ১২০ টি কেন্দ্রের মধ্যে ১০০ টি কেন্দ্রকে বেশী ঝুকিপূর্ণ বলা হচ্ছে।নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১২১৯ জন পুলিশ সদস্য, এপিবিএন(পুলিশ) ৮০ জন, র‌্যাব সদস্য ৬৫ জন এবং ৯ পলাটুন বিজিবি এবং ৫০৭৬ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়াও আছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here