ঝিনাইদহে চলছে নকশি কাঁথা সেলাইয়ের ধুম
সবুজদেশ ডেক্সঃ কাপড়ের উপর তৈরি নকশা করা কাঁথাই নকশি কাঁথা। বিশদভাবে এভাবে বলা যায়, সূক্ষ্ণ হাতে সুচ আর বিভিন্ন রঙের সুতায় গ্রামবাংলার বউ-ঝিয়েরা মনের মাধুরী মিশিয়ে নান্দনিক রূপ-রস ও বৈচিত্রের যে কাঁথা বোনেন, তা-ই নকশি কাঁথা।
জীবন ও জগতের নানা রূপ প্রতীকের মাধ্যমে ফুটে উঠে নকশি কাঁথায়। আবহমান কাল ধরে নকশি কাঁথায় যে শিল্পকর্ম ফুটে ওঠেছে তা বাংলার শিল্প, সংস্কৃতি, সমাজ, প্রকৃতির প্রাচীন ঐতিহ্য।
এ থেকে পিছিয়ে নেই আমাদের গ্রাম বাংলার কন্যা-জায়া-জননীরা । ওদের হাতে দামী কোন মোবাইল নেই। নেই এসি রুমে থাকার বাতিক। সারাক্ষন তারা ফেসবুকে দাপিয়ে বেড়ান না।
সংসারের কাজের ফাঁকে পড়ন্ত বিকালে দাই-দেয়েদি নিয়ে বসে পড়েন উঠানের এক কোনায়। মুখে তাদের স্বপ্ন বুননের গান।
কেও হাসিয়া ধাগা কেও বা এস ধাগায় ফুটিয়ে তুলছেন মনের মাঝে লুকিয়ে থাকা ভালবাসার গল্প।
নকশি কাঁথার ভাজে ভাজে কত না স্বপ্নই তাদের জমা হচ্ছে। আমার প্রিয় ভাবিরা ও বউমাসহ পাড়া প্রতিবেশি সবাই যেন এমন ভাবে নকশি কাঁথা সেলাইয়ের সুই সুতোর অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে পারেন সেই প্রত্যাশা করি।