ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে চাঞ্চল্যকর ৫ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ৫ হত্যা (ফাইভ মার্ডার) মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ জাকারীয়াহ এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু পলাতক রয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় হত্যা আসামী মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানসহ সবাইকে বেকসুর খালাস প্রদান করা হয়। এছাড়া এই মমালার বাকি চার জন আসামী মারা গেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন (৫ ডিসম্বার ২০০৩) শৈলকুপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ২০০৫ সালের মার্চের ১ তারিখ ১৫ জনের নামে পুলিশ আদালতে  চার্জশীট প্রদান করেন। এর মধ্যে চারজন মৃতুবরণ করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষির সাক্ষ্য প্রমান শেষে মঙ্গলবার বিকালে আদালত ২ জনকে যাবজ্জীবন প্রদান করেন এবং বাকিদের ওই মামলা থেকে অব্যহতি দেয়।

সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ও আসামী পক্ষে এ্যাড কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষির সাক্ষ্য শেষে এই রায় প্রদান করেন। আদালত যে রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

About Author Information
আপডেট সময় : ১০:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
৭০ Time View

ঝিনাইদহে চাঞ্চল্যকর ৫ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় : ১০:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ৫ হত্যা (ফাইভ মার্ডার) মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ জাকারীয়াহ এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু পলাতক রয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় হত্যা আসামী মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানসহ সবাইকে বেকসুর খালাস প্রদান করা হয়। এছাড়া এই মমালার বাকি চার জন আসামী মারা গেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন (৫ ডিসম্বার ২০০৩) শৈলকুপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ২০০৫ সালের মার্চের ১ তারিখ ১৫ জনের নামে পুলিশ আদালতে  চার্জশীট প্রদান করেন। এর মধ্যে চারজন মৃতুবরণ করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষির সাক্ষ্য প্রমান শেষে মঙ্গলবার বিকালে আদালত ২ জনকে যাবজ্জীবন প্রদান করেন এবং বাকিদের ওই মামলা থেকে অব্যহতি দেয়।

সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ও আসামী পক্ষে এ্যাড কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষির সাক্ষ্য শেষে এই রায় প্রদান করেন। আদালত যে রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।