ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে চুরির অপবাদে চালকের হাত-পা ভাঙলেন আ.লীগের সাবেক কাউন্সিলর

 

ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অপবাদে ঝিনাইদহে মিলন শেখ (৪৫) নামে এক চালকের হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইজিবাইক মালিক ওবায়দুর রহমান ও তার ছেলে চঞ্চল রহমান গা ঢাকা দিয়েছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর নিকারীপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার মিলন শেখ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের খাজুরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় ভাড়ায় চালিত ইজিবাইকটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে যান মিলন শেখ। নামাজ শেষে এসে ফিরে দেখেন ইজিবাইকটি নেই। অনেক খোঁজাখুজির পরও ইজিবাইক না পেয়ে ইফতার শেষে তিনি ইজিবাইকের মালিক সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমানের কাছে গিয়ে চুরির ঘটনা খুলে বলেন। সেসময় ওবাইদুর ও তার ছেলে চঞ্চল ইজিবাইক চালক মিলন শেখকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে মিলন শেখের দুই হাত, এক পা ও গলার হাড় ভেঙে যায়। পরে তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আহত মিলন শেখ বলেন, “মসজিদের সামনে সিসি ক্যামেরা দেখলে প্রকৃত ঘটনা জানা। আমি ইজিবাইকের মালিক ওবায়দুর ও তার ছেলেকে সব খুলে বলেছি। কিন্তু তারা আমার কথা বিশ্বাস না করে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমি ভাড়ায় চালিত ভ্যান ও রিকশা চালিয়ে সংসার চালায়। কোনো দিন কাউকে ঠকিয়েছি কেউ বলতে পারবে না। গাড়িটি হারিয়ে যাওয়ার পরে আমার ওপর যে নির্যাতন হয়েছে, তাতে আমি আর কোনো দিন সুস্থ হতে পারব কিনা জানি না।”

জানা গেছে, মিলন শেখ ঝিনাইদহ পৌর যুবদলের সদস্য। শনিবার এঘটনা জানাজানি হলে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ওবায়দুর রহমান ও তার ছেলে চঞ্চল রহমান গা ঢাকা দিয়েছেন। এদিকে এ ঘটনায় আহত ইজিবাইক চালককে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখরসহ দলের নেতাকর্মীরা।

ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, “মিলন শেখের ওপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ওবায়দুর আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর। মিলন একজন সৎ ও পরিশ্রমী মানুষ। আমরা এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি দাবি করছি।”

এঘটনায় অভিযুক্ত ওবায়দুর রহমান ও তার ছেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বাড়িতে গিয়ে বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ ভিকটিমের খোঁজখবর নিয়েছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবো।”

সবুজদেশ/এসএএস

জনপ্রিয়

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে চুরির অপবাদে চালকের হাত-পা ভাঙলেন আ.লীগের সাবেক কাউন্সিলর

Update Time : ১০:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অপবাদে ঝিনাইদহে মিলন শেখ (৪৫) নামে এক চালকের হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইজিবাইক মালিক ওবায়দুর রহমান ও তার ছেলে চঞ্চল রহমান গা ঢাকা দিয়েছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর নিকারীপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার মিলন শেখ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের খাজুরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় ভাড়ায় চালিত ইজিবাইকটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে যান মিলন শেখ। নামাজ শেষে এসে ফিরে দেখেন ইজিবাইকটি নেই। অনেক খোঁজাখুজির পরও ইজিবাইক না পেয়ে ইফতার শেষে তিনি ইজিবাইকের মালিক সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমানের কাছে গিয়ে চুরির ঘটনা খুলে বলেন। সেসময় ওবাইদুর ও তার ছেলে চঞ্চল ইজিবাইক চালক মিলন শেখকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে মিলন শেখের দুই হাত, এক পা ও গলার হাড় ভেঙে যায়। পরে তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আহত মিলন শেখ বলেন, “মসজিদের সামনে সিসি ক্যামেরা দেখলে প্রকৃত ঘটনা জানা। আমি ইজিবাইকের মালিক ওবায়দুর ও তার ছেলেকে সব খুলে বলেছি। কিন্তু তারা আমার কথা বিশ্বাস না করে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমি ভাড়ায় চালিত ভ্যান ও রিকশা চালিয়ে সংসার চালায়। কোনো দিন কাউকে ঠকিয়েছি কেউ বলতে পারবে না। গাড়িটি হারিয়ে যাওয়ার পরে আমার ওপর যে নির্যাতন হয়েছে, তাতে আমি আর কোনো দিন সুস্থ হতে পারব কিনা জানি না।”

জানা গেছে, মিলন শেখ ঝিনাইদহ পৌর যুবদলের সদস্য। শনিবার এঘটনা জানাজানি হলে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ওবায়দুর রহমান ও তার ছেলে চঞ্চল রহমান গা ঢাকা দিয়েছেন। এদিকে এ ঘটনায় আহত ইজিবাইক চালককে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখরসহ দলের নেতাকর্মীরা।

ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, “মিলন শেখের ওপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ওবায়দুর আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর। মিলন একজন সৎ ও পরিশ্রমী মানুষ। আমরা এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি দাবি করছি।”

এঘটনায় অভিযুক্ত ওবায়দুর রহমান ও তার ছেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বাড়িতে গিয়ে বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ ভিকটিমের খোঁজখবর নিয়েছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবো।”

সবুজদেশ/এসএএস