নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে চেক জালিয়াতি মামলার পলাতক আসামী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার সকালে সদর উপজেলার গান্না বাজার থেকে তাকে গ্রেপ্তার কারা হয়। বিল্লাল হোসেন গান্না বাজারের সিরাজুল ইসলাম ওরফে টিন সিরাজের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিল্লাল চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি ১৩ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন। স্থানীয়রা জানান, ব্যবসা করতে গিয়ে বিল্লাল হোসেন কয়েক কোটি টাকা ঋনি হয়ে গেছেন। এ কারণে সিমেন্ট ও টিন কোম্পানী ছাড়াও ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসায়ী তার কাছে টাকা পাবে।