ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের হামদহ মোড় এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ রনি ইসলাম (২২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়। রনি সদর উপজেলার মীরের হুদা গ্রামের আবু তালেবের ছেলে।

ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের হামদহ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহজনক মনে হওয়ায় রনি ইসলামকে পুলিশের স্টিকার লাগানো মোটরসাইকেলসহ দাঁড় করানো হয়। তখন তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং মোটরসাইকেলটি পুলিশের (সরকারি) বলে জানান। তবে ট্রাফিক অফিসে এনে জিজ্ঞাসাবাদ করে তার কথার সত্যতা পাওয়া যায়নি।

শুক্রবার সকালে পুনরায় পজ মেশিনের সাহায্যে গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, গাড়ির নম্বরের সঙ্গে ইঞ্জিনের নম্বরের কোনো মিল নেই এবং তিনি নিজেও পুলিশ সদস্য নন। ফলে দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয় এবং মোটরসাইকেলটি চোরাই হিসেবে জব্দ করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here