ঝিনাইদহে ছিনতাইকারীর হামলায় রিক্সা চালক নিহত
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে ছিনতাইকারীর হামলায় কুমার দাস (৬৫) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত কুমার দাস ঝিনাইদহ শহরের মর্ডানপাড়ার মৃত পাগল দাসের ছেলে।
নিহতের ছেলে লিটন দাস জানান, বৃদ্ধ কুমার দাস বাবা অন্যের রিক্সা ভাড়া নিয়ে চালাতো। প্রতিদিনের ন্যায়
ভাড়া চালিত রিকসা চালাত। প্রতিদিন রিকসা চালিয়ে রাত ১১ টার দিকে বাড়ী ফিরতো। কিন্তু গতকাল রাতে রিকসা জমা দেয় না। এরপর রিকসার মালিক আমাদের সাথে যোগাযোগ করলে বিষয়টি জানতে পারি। দৃর্বত্তরা রিকসার ব্যাটারি ছিনতাই করে নিয়ে যায় ব্যাটারি বিহীন রিকসাটি আরাপপুর জামতলা গ্যারেজে সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায়। এরপর অনেক খোজাখুজির রাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ভুটিয়ারগাতী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ব্যাটারি ছিনতাই করার জন্য হত্যাটি হতে পারে। সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুর্বত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছেন খুব দ্রæতই আসামী গ্রেফতার হবে।