ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাক চাপায় স্বাধীন মোল্লা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত স্বাধীন মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুুুর দেড়টার দিকে পরীক্ষা শেষ করে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন ওই কলেজছাত্র। পথিমধ্যে শহরের হামদহ এলাকায় পৌছলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়।
পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক চালক ও ট্রাকটি আটক করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাক ও চালক আটক করা হয়েছে । ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 


















