ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকচাপায় যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগায় রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডায় জড়ান দুই গাড়ির চালকসহ যাত্রীরা। ওই সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন পিকুল হোসেন। এ সময় আহত হন আরও তিনজন।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিকুল হোসেন যশোরের নওয়াগ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

ওসি মিজানুর রহমান জানান, রাতে ওই দুর্ঘটনায় পিকুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

তিনি আরো বলেন, ট্রাকটি প্রথমে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর ট্রাকচালকের সঙ্গে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আহতরা অচেতন থাকায় সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। আমরা ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছি। মরদেহ উদ্ধার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে ট্রাকচাপায় যুবক নিহত

Update Time : ০১:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগায় রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডায় জড়ান দুই গাড়ির চালকসহ যাত্রীরা। ওই সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন পিকুল হোসেন। এ সময় আহত হন আরও তিনজন।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিকুল হোসেন যশোরের নওয়াগ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

ওসি মিজানুর রহমান জানান, রাতে ওই দুর্ঘটনায় পিকুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

তিনি আরো বলেন, ট্রাকটি প্রথমে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর ট্রাকচালকের সঙ্গে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আহতরা অচেতন থাকায় সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। আমরা ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছি। মরদেহ উদ্ধার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।