ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা খাতুন উপজেলার পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বন্যা খাতুন অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে ট্রাক চাপায় ঘটনাস্থলেই বন্যার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
সবুজদেশ/এসএএস
 
																			 
										 নিজস্ব প্রতিবেদক:
																নিজস্ব প্রতিবেদক:								 



















