নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বলুহর এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের মৃত নবাই মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, রাত ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজাপুর গেটে পৌঁছালে সেখানে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান সিরাজ উদ্দিন। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোর নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন।
Reporter Name 


















