ঝিনাইদহে ঢাকা থেকে আসা মেয়ে-জামাইকে ঘরে থাকার কথা বলায় সংঘর্ষ, আহত ৫
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ঢাকা থেকে আগত মেয়ে জামাইকে(কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ থেকে বাচতে বাইরে ঘোরাফেরা না করে নুন্যতম ১৪দিন ঘরে থাকার কথা বলতে দিয়ে ধারলো অস্ত্রের কোপে ও বাশের লাঠির আঘাতে আহত হলো ৪ গ্রামবাসী ঐ বাড়ীর বড় ছেলে ।
এ ঘটনায় ঐ রাতেই আহতদের ভাই পেনু জোয়ার্দ্দার স্থানিয় থানায় ৫ জনকে আসামী করে মামলা (মামলা নং ১৩ তাং ২৭/০৪/২০২০ইং) দায়েহর করলে থানা অফিসার আসাদুজ্জামানের নির্দেশে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ আসামী জামাই রুবেল ও শিলন আলীকে গ্রেফতার করে জেলহাজতে প্ররণ করেছে।
ঘটনাটি ঘটেছে ৩নং তাহেরহুদা ইউনিয়নের শ্রীপূর গ্রামে সোমবার সন্ধারাতে মন্ডলপাড়ার টিক্কা মন্ডলের বাড়ীতে ।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানায় ঐ গ্রামে টিক্কা মন্ডলের মেয়ে জামাই ঢাকা থেকে এসে সামাজিক দুরত্ব বজায় না রেখে বাইরে ঘোরাঘুরি করায় গ্রামবাসী সঙ্গবদ্ধভাবে ঐ বাড়ীতে যায় এবং তাদের বাইরে ঘোরাঘুরি নাকরে ঘরে থাকার পরামর্শ দেয় এ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মৃত আখের মন্ডলের ছেলে টিক্কা মন্ডল তার বড় ছেলে শিপুল মন্ডল , জামাই রুবেল হোসেন, ছোটছেলে শিলোন মন্ডল ধারালো অস্ত্রের আঘাতে একই গ্রামের মৃত শুকুর আলী জোয়ার্দ্দারের ছেলে ঈদ্রীস আলী (৩০) সাজাহান (৩৫) মৃত ভাদু আলী জোয়ার্দ্দারের ছেলে রাহেন জোয়ার্দ্দার (৩৭) , মৃত সিরাজ জোয়ার্দ্দারের ছেলে শরিফুল ইসলাম (৪০) কে আহত করে ।
একই সময়ে টিক্কা মন্ডলের বড়ছেলে শিপুল আলী গ্রামবাসীর হাতে আহত হয় ।