ঝিনাইদহে তরুণদের শীতবস্ত্র পেল ১’শ হতদরিদ্র মানুষ
ঝিনাইদহঃ
কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিছু তরুণ ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেন। আর তাদের সেই ইচ্ছা থেকে ঝিনাইদহ ব্যাপারি পাড়ায় সৃষ্টি হয় হেব্বি গ্রুপ ফাউন্ডেশন নামের একটি ফেসবুক সংগঠন।
সৃষ্টি লগ্ন থেকেই সংগঠনটি অসহায় মানুষ ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। তাইতো এ হাড়কাপানো শীতে হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসে সংগঠনটি।
বিজয় মাসে যুদ্ধ হবে শীতের সাথে শ্লোগান নিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের চান্দা গার্ডনে ১০০ দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এসময় হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট ফারুক ইমরান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আজিজুল হক। মর্নিংবেল স্কুল পরিচালক শাহিনুর লিটন, দুরন্ত প্রধান নির্বাহী মিরাজ জামান রাজ, এস,রহমান রাসেল, শামসুল ইসলাম এবং হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক গ্রুপের প্রধান নির্বাহি, ক্রিয়েটর জাহান লিমন সহ প্রমুখ। এছাড়া হেব্বি গ্রুপ পরিবারের সকল এডমিন, মডারেটর বৃন্দ উপস্থিত ছিলেন।