ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় যুবক খুন
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাঁশ কাটাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হাতে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবক খুন হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার হরিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ঐ গ্রামের জমির উদ্দীনের ছেলে।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে নিহত তরিকুল ও তার আপন চাঁচাতো ভাই হাবিবুর এর মধ্যে বাঁশকাটা নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চাচাতো ভাই হাবিবুর বাঁশ দিয়ে তরিকুলকে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তরিকুলের মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনী হাবিবুর পলাতক রয়েছে।