ঝিনাইদহে ত্রাণ নিতে এসে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত যুবক
ঝিনাইদহঃ
কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদে শুক্রবার সকালে ত্রানের চাল নিতে এসে সেন্টু (৩৫) নামে এক ব্যক্তি কে চেয়ারম্যান কাবিল উদ্দীন ত্রাণ না দিয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে পরিষদ থেকে তাড়িয়ে দেন। ঘটনাটি চাউর হলে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার করে। চেয়ারম্যানের হাতে লাঞ্চিত সেন্টু দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের ওহাব আলীর পুত্র।
সেন্টু জানান, ত্রানের চালের জন্য চেয়ারম্যান কাবিল উদ্দীনের নিকট আকুতি জানিয়ে আসছিলেন। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদে ত্রানের চাল দেয়া শুরু হলে চেয়ারম্যান তাকে বাড়ীতে লোক পাঠিয়ে পরিষদে ডেকে নিয়ে আসেন। এরপর তার আইডি কার্ড ও খাতায় টিপ সহি নেয়া হয়। টিপ সহি নেয়া হলে তাকে জানানো হয় সে উপজেলা চেয়ারম্যানের নিকট থেকে ত্রাণ নিয়েছে। এ কারনে সে ত্রাণ পাবেনা।
ত্রাণ না দিলে কেন তাকে বাড়ী থেকে ডেকে এনে টিপ সহি নেয়া হলো এ কথা বলতেই চেয়ারম্যান তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পর মারতে শুরু করে। এক পর্যায়ে চেয়ারম্যান তাকে পরিষদ থেকে চলে যেতে বলেন। তানা হলে তাকে জুতা পেটা করার হুমকি দেন।
এ ব্যাপারে চেয়ারম্যান বলেন উপজেলা নির্বাহী অফিসার লিখিত নির্দেশ দিয়েছেন একবার ত্রাণ পেয়েছে এমন ব্যক্তিকে দ্বীতিয়বার ত্রাণ দেয়া যাবেনা। উপজেলা চেয়ারম্যান সেন্টুকে ত্রাণ দিয়েছেন আমি জানার পর সে আবার আমার কাছে ত্রানের জন্য আসায় আমি তাকে বকাবকি করেছি।