ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ১৯৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার চরবাখরবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে মাগুরা যাচ্ছিলেন আকাশ। পথে বন্দেখালী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর অহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অমর কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

Update Time : ০৭:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার চরবাখরবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে মাগুরা যাচ্ছিলেন আকাশ। পথে বন্দেখালী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর অহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অমর কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।