ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন কোয়ারেন্টাইনে

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে করোনাভাইরাস প্রতিরোধে সোমবার (১৬ মার্চ) নতুন করে বিদেশ ফেরতসহ ২৯ জনকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্য রয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত জেলায় বিদেশ ফেরত ৪১ জনসহ মোট ২১০ জনকে রাখা হলো হোম কোয়ারেন্টাইনে। নিয়মিত স্বাস্থ্য সহকারীদের তত্ত্বাবধানে তাদের নজরদারীতে রাখার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না।

অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কোয়ারেন্টাইনে রাখা কারও শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি। তবে লোকবল সংকটের কারণে হয়তো সার্বক্ষণিক তাদের তত্ত্বাবধানে রাখতে পারছি না।

তিনি আরও বলেন, যেহেতু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছে না তাই জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি তথ্য চেয়েছেন। যারা এই নির্দেশ মানছে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

About Author Information
আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
৩০৮ Time View

ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন কোয়ারেন্টাইনে

আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে করোনাভাইরাস প্রতিরোধে সোমবার (১৬ মার্চ) নতুন করে বিদেশ ফেরতসহ ২৯ জনকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্য রয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত জেলায় বিদেশ ফেরত ৪১ জনসহ মোট ২১০ জনকে রাখা হলো হোম কোয়ারেন্টাইনে। নিয়মিত স্বাস্থ্য সহকারীদের তত্ত্বাবধানে তাদের নজরদারীতে রাখার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না।

অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কোয়ারেন্টাইনে রাখা কারও শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি। তবে লোকবল সংকটের কারণে হয়তো সার্বক্ষণিক তাদের তত্ত্বাবধানে রাখতে পারছি না।

তিনি আরও বলেন, যেহেতু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছে না তাই জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি তথ্য চেয়েছেন। যারা এই নির্দেশ মানছে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।