নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬১৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪১১ জন ও মৃত্যু হয়েছে ৪৫ জনের।
মঙ্গলবার ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯ টি নমুনার ফলাফলের মধ্যে ২৭ জনের পজেটিভ রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
আক্রান্তদের এলাকাঃ-
ঝিনাইদহ সদর– ১.৩নং ওয়াটার ট্যাঙ্ক ২. আরবপুর (৩ জন) ৩. পবাহাটি ৪. পোড়াহাটি ৫. মহিষাকুন্ডু ৬. মাস্টারপাড়া ৭. আদর্শপাড়া ৮. কে পি বসু সড়ক ৯. কে সি কলেজের সামনে ১০. এসি ল্যান্ড অফিস (৩জন) ১১. গড়িলা
হরিনাকুন্ডু- ১. ছাপড়ি ২. জোড়াদাহ
কালীগঞ্জ- ১. ফয়লা ২. ঝনঝনিয়া (৩ জন) ৩. আড়পাড়া (২ জন) ৪. সাতবাড়িয়া ৫. বালিয়াডাঙ্গা