নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ বাধ অপসারণ ও দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এলাবাসীর আয়োজনে রোববার (০৯ অক্টোবর) সকালে সদর উপজেলার জাড়গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় ব্যানার ফেস্টুন নিয়ে জাড়গ্রামসহ আশপাশের গ্রামের মৎস্যজীবি, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নেয়। কর্মসূচীতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুল লতিফ, কামরুল ইসলাম, গোলাম মোস্তফাসহ অনান্যরা ।
বক্তারা এসময় বলেন, দীর্ঘদিন পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর, হাকিমপুর ও হামিরহাটি গ্রামের প্রভাবশালীরা নদীর দুই মুখে বাঁধ দিয়ে প্রায় ৩ কিলোমিটার জুড়ে পুকুর তৈরী করে মাছ চাষ করছে। নদী পাড়ের মৎস্যজীবি, কৃষক সেখানে গেলে তাদের মারধর করা হচ্ছে। দ্রুত নদীর বাঁধ অপসারণ ও দখলমুক্ত করার দাবী জানান।