ঝিনাইদহের মহেশপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার জলিলপুর ফায়ার সার্ভিসের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবজাতকের মরদেহটি পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা প্রথমে চমকে ওঠেন। পরে তারা মহেশপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নবজাতকের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ফেলে রাখা হয়েছে। মরদেহটি থানার প্রক্রিয়া শেষে স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
সবুজদেশ/এসএএস