নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় নসিমন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোজদার আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজদার আলী পার্শবতী কাজীপাড়া গ্রামের মৃত ফটিক আলীর ছেলে।

ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানান, সন্ধ্যায় ভাটই বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল রোজদার আলী। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোজদার আলী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই সোহাগ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবার থেকে কোন অভিযোগ না থাকলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
Reporter Name 


















