ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে নারিকেল গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মহনপুর গ্রামে বসতবাড়ির নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে দুই দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে কোটচাদপুর উপজেলার মহনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় দুই পক্ষই অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানায়, মহনপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পিছনের একটি নারিকেল গাছ আছে। আর এই নারিকেল গাছ পার্শ্ববর্তী সেলিমের বাড়ির পাশে। বুধবার দুপুরে জোরপূর্বক এ গাছটি কেটে ফেলে সেলিম ও তার পরিবারের লোকজন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এতে অন্তত নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

এক পক্ষের আহত শহিদুল ইসলামের চাচা আবুল কাশেম জানান, বাড়ির পিছনের নারিকেল গাছ কাটা নিয়ে মঙ্গলবার দুপুরে আবুল কাসেমের ভাইপোদের সঙ্গে কথা কাটাকাটি হয় সেলিমের পরিবারের। এসময় সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লোহার শাবল দিয়ে শহিদুলের মাথায় সজোরে আঘাত করে প্রতিপক্ষরা। এতে সে মাথায় ও মুখে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে অন্যপক্ষের সেলিম হোসেন মুঠোফোনে জানান, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় তার চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তিনি আর বলেন, আমরা মারামারি ঠেকাতে গেলে আমিসহ আমার পরিবারের ১০ জন আহত হয়েছে। আমার বাবা ও ভায়ের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার তদন্ত (ওসি) ইমরান আলম বলেন, দুই পক্ষ অভিযোগ দিয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

About Author Information
আপডেট সময় : ১০:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
৩০৩ Time View

ঝিনাইদহে নারিকেল গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ১০:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মহনপুর গ্রামে বসতবাড়ির নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে দুই দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে কোটচাদপুর উপজেলার মহনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় দুই পক্ষই অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানায়, মহনপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পিছনের একটি নারিকেল গাছ আছে। আর এই নারিকেল গাছ পার্শ্ববর্তী সেলিমের বাড়ির পাশে। বুধবার দুপুরে জোরপূর্বক এ গাছটি কেটে ফেলে সেলিম ও তার পরিবারের লোকজন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এতে অন্তত নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

এক পক্ষের আহত শহিদুল ইসলামের চাচা আবুল কাশেম জানান, বাড়ির পিছনের নারিকেল গাছ কাটা নিয়ে মঙ্গলবার দুপুরে আবুল কাসেমের ভাইপোদের সঙ্গে কথা কাটাকাটি হয় সেলিমের পরিবারের। এসময় সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লোহার শাবল দিয়ে শহিদুলের মাথায় সজোরে আঘাত করে প্রতিপক্ষরা। এতে সে মাথায় ও মুখে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে অন্যপক্ষের সেলিম হোসেন মুঠোফোনে জানান, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় তার চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তিনি আর বলেন, আমরা মারামারি ঠেকাতে গেলে আমিসহ আমার পরিবারের ১০ জন আহত হয়েছে। আমার বাবা ও ভায়ের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার তদন্ত (ওসি) ইমরান আলম বলেন, দুই পক্ষ অভিযোগ দিয়েছে, মামলার প্রস্তুতি চলছে।