ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের ৪ দিন পর এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে আংশিক বাক প্রতিবন্ধী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের চান আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। শনিবার বিকেলে বাড়ির পেছনের হলুদ ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় গিয়ে মিলনের অর্ধ-গলিত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, মিলন নামের এক যুবক গত ১ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছিল। শনিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত কারণ জানা যাবে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৭:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের ৪ দিন পর এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে আংশিক বাক প্রতিবন্ধী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের চান আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। শনিবার বিকেলে বাড়ির পেছনের হলুদ ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় গিয়ে মিলনের অর্ধ-গলিত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, মিলন নামের এক যুবক গত ১ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছিল। শনিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত কারণ জানা যাবে।

সবুজদেশ/এসএএস