ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের হাটখোলা পাড়ার মাহি নামের ৩ বছরের এক শিশু, ভোটের মাইকিং করা গাড়ি থেকে পোষ্টার নিতে গিয়ে মটর সাইকেল দূর্ঘনায় নিহত হয়েছে। 

জানা গেছে, ৪ অক্টোবর শুক্রবার বিকালে ভোটের মাইকিংয়ের আওয়াজ শুনে গাড়ি থেকে পোষ্টার নেওয়ার জন্য অবুঝ শিশুটি রাস্তায় দৌড় দিলে অপর দিক থেকে আসা মটর সাইকেলে দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, এই মৃত্যুর জন্য দায়ি কে? ভোট নামের শব্দ দূষণ করা অতি মাত্রায় মাইকিং করা? এই মাইকিং করলেই কি একজন প্রার্থীকে মানুষ ভোট দিবে?উত্তরটা ভোটের প্রার্থীদের নিকট থেকে আসা করছি।এভাবে শব্দ দূষণ না করে মানুষের দ্বারে দ্বারে যান।  তাহলে এভাবে কোনো মায়ের কোল খালি হবেনা। সেই মা-ই যানে তার সন্তান হারানোর ব্যাথা। 

জনসাধারনের দাবি, গাড়ি থেকে পোস্টার যেন বিতরণ বন্ধ করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here