নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে শামীম হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আড়াইটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
শামীম ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আমির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শহরের হামদহ এলাকায় একটি বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন শামীম। সেসময় বিল্ডিং’র ছাদ থেকে নিচেই পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফাল্গুনী রানী এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ দেইনি ।