ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বিক্ষোভ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট করার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার (৩ মে) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কোটচাঁদপুর রেলস্টেশনপাড়ায় ওই নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাড়ির বাইরে পালিয়ে ছিলেন।

সে সময় ওই নেতা কোটচাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রাণনাশের হুমকি ও অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক)। শনিবার দুপুরে প্রান্ত বাড়িতে আসে। খবর পেয়ে তাকে ধাওয়া দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে প্রান্ত দৌড়ে বাড়িতে গিয়ে পালান।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই নেতার রেলস্টেশন পাড়ার বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। সে সময় ছাত্রলীগ নেতা প্রান্তর পরিবারের মানুষের সঙ্গে বেশ কয়েক বার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা অভিক বলেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রান্ত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে ফেসবুক পোস্ট করেন। এ ছাড়া বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট করেন আমাদের নিয়ে। বিষয়টি বারবার নিষেধ করার পরেও তিনি শোনেননি।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনীর একটা দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বিক্ষোভ

Update Time : ০৯:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট করার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার (৩ মে) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কোটচাঁদপুর রেলস্টেশনপাড়ায় ওই নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাড়ির বাইরে পালিয়ে ছিলেন।

সে সময় ওই নেতা কোটচাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রাণনাশের হুমকি ও অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক)। শনিবার দুপুরে প্রান্ত বাড়িতে আসে। খবর পেয়ে তাকে ধাওয়া দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে প্রান্ত দৌড়ে বাড়িতে গিয়ে পালান।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই নেতার রেলস্টেশন পাড়ার বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। সে সময় ছাত্রলীগ নেতা প্রান্তর পরিবারের মানুষের সঙ্গে বেশ কয়েক বার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা অভিক বলেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রান্ত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে ফেসবুক পোস্ট করেন। এ ছাড়া বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট করেন আমাদের নিয়ে। বিষয়টি বারবার নিষেধ করার পরেও তিনি শোনেননি।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনীর একটা দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসইউ