ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে পর্ণগ্রাফি মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে পর্ণগ্রাফি মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহের পায়রা চত্তর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের সদর উপজেলার চাকলাপাড়া গ্রামের প্রদ্যুৎ কুমার বিশ্বাস(৩৫) ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের মেরিনা খাতুন বৃষ্টি (২০)। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‌্যাব-৬।

র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র যারা শহরের বিভিন্ন এলাকার কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। গত (২০ সেপ্টেম্বর) মরিনা খাতুন বৃষ্টি ভিকটিমকে দেখা করার কথা বলে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ তার সহযোগীরা জোড়পূর্বক একটি রুমে আটকিয়ে ভিকটিমের নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও মোবাইলে ধারন করে এবং মারধর করে অন্ধকার রুমে আটকে রাখে। নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ৫০,০০০ টাকা দাবী করে। এসময় সে তার নিকটস্থ আত্মীয় স্বজনদের কাছ থেকে ৩৮ হাজার ৭০০ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরপর বৃষ্টি ভিকটিমকে আবারও নগ্ন ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইল করে বিকাশ এর মাধ্যমে ২০,০০০ টাকা দাবি করে। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিম নিজেই ঝিনাইদহ সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যর মাধ্যমে জানতে পারেন পর্ণগ্রাফি মামলার মূলহোতা প্রধান দুই পলাতক আসামী ঝিনাইদহ জেলার পায়রা চত্বর এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা। আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :

কালীগঞ্জে পাওয়ার টিলার ও ভ্যানের সংঘর্ষে নারী নিহত

ঝিনাইদহে পর্ণগ্রাফি মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

Update Time : ০৯:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে পর্ণগ্রাফি মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহের পায়রা চত্তর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের সদর উপজেলার চাকলাপাড়া গ্রামের প্রদ্যুৎ কুমার বিশ্বাস(৩৫) ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের মেরিনা খাতুন বৃষ্টি (২০)। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‌্যাব-৬।

র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র যারা শহরের বিভিন্ন এলাকার কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। গত (২০ সেপ্টেম্বর) মরিনা খাতুন বৃষ্টি ভিকটিমকে দেখা করার কথা বলে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ তার সহযোগীরা জোড়পূর্বক একটি রুমে আটকিয়ে ভিকটিমের নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও মোবাইলে ধারন করে এবং মারধর করে অন্ধকার রুমে আটকে রাখে। নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ৫০,০০০ টাকা দাবী করে। এসময় সে তার নিকটস্থ আত্মীয় স্বজনদের কাছ থেকে ৩৮ হাজার ৭০০ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরপর বৃষ্টি ভিকটিমকে আবারও নগ্ন ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইল করে বিকাশ এর মাধ্যমে ২০,০০০ টাকা দাবি করে। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিম নিজেই ঝিনাইদহ সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যর মাধ্যমে জানতে পারেন পর্ণগ্রাফি মামলার মূলহোতা প্রধান দুই পলাতক আসামী ঝিনাইদহ জেলার পায়রা চত্বর এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা। আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ