কারিগরি ক্রাফটদের আদালতের রায়ের প্রতিবাদে “কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ” এর কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার ( ২০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে শহরের নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ কিরে শহরের পায়রাচত্তরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পলিটেকনিকের ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শারমিন সুলতানা-সহ অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরা।
সে সময় বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক । ইন্টারমিডিয়েট পাশ করে পলিটেকনিক এর শিক্ষক হওয়ায় তাদের মানায় না।আমাদের ক্লাস নেয়ার যোগ্যতাও নেই তাদের। আমরা প্রত্যক্ষভাবে কিছুই শিখতে পারছিনা । অনতিবিলম্বে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। একই সাথে বক্তারা আরও বলেন, আগামীর ভবিস্যত এ প্রজন্মের উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে এবং আমাদের দীর্ঘদিনের ৬ দফা ন্যায্য দাবী মেনে নিতে হবে।
সবুজদেশ/এসইউ