ঝিনাইদহে পুকুর থেকে ৪৫ বছর বয়সী এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের আবাসনের একটি পুকুর থেকে তহুরা খাতুন নামের ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্য হতে পারে এর আগে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। তহুরা খাতুন ঝিনাইদহ আবাসনের আব্দুল মান্নানের স্ত্রী ।
স্বজনরা জানায়, সকালে বাড়িতে রান্নার কাজ শেষ করে বাড়ির পাশের পুকুরে কাপড় ধুতে যায়। তারপর আগে থেকে পেতে রাখা জাল তুলতে যায় স্থানীয় একজন পরে লাশ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাপস কুমার বিশ্বাস মৃত ঘোষণা করে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










