নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ পৌরসভা ও সদরের ২ টি ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশনার।
রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতায়নে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস। এতে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব নুরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, জেলা প্রশাসক মনিরা বেগম ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, নির্বাচনের পরিবেশ, প্রার্থীদের আচরণ বিধি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। সেই সাথে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় ইভিএম পদ্ধতিতে নির্বাচনে আচরণ বিধি মেনে ভোট করার জন্য প্রার্থীদের নির্দেশনা দেন।