ঝিনাইদহে প্যানেল মেয়রকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাই
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে।
শুক্রবার সকালে টাকা উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পৌরসভাটির কর্মকর্তা ও কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুও অংশ নেন। ছিনতায়ের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিণাকুন্ডু পৌর শহরের পার্বতীপুর এলকায়।
অভিযোগ করা হচ্ছে, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ত্রাণ দেওয়ার জন্য হরিণাকুন্ডু পৌরসভার পক্ষ থেকে সাড়ে ৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করা হয়। রাতে টাকা নিয়ে পৌরসভায় যাচ্ছিল প্যানেল মেয়র খাইরুল ইসলাম।
এসময় একই এলাকার টিপু মল্লিক লোকজন সাথে নিয়ে তার উপর হামলা চালিয়ে মারধর করে ও তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, এ ঘটনায় পৌরসভার মেয়র শাহিনুর রহমান থানায় একটি মামলা দায়ের করেছেন।