ঝিনাইদহে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে রাহাজ উদ্দীন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার হরিণাকুণ্ডু উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ উদ্দীন ওই গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিঙ্গা গ্রামের রাহাজ উদ্দীন ও প্রতিবেশী স্বপন হোসের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে সিঙ্গা বাজারে তাদের দুইজনের মধ্যে বাক-বিতন্ডার সৃস্টি হয়। একপর্যায়ে স্বপন রাহাজকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে বাড়িতে যেয়ে রাহাজ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থালেই মৃত্যুবরণ করে । নিহত রাহাজের বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিল বলেও জানায় পুলিশ । নিহত রাহাজ লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ছেলে পলাশ হোসেন জানান, তার বাবাকে মারধর করেছে স্বপন। শুধু তাই নয়, তার গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়াও করেছে। ফলে ঘটনাস্থলেই মারা যায় বাবা। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সবুজদেশ/এসইউ