ঝিনাইদহে প্রবাসিসহ ২৯২ জন হোম কোয়ারেন্টাইনে
ঝিনাইদহঃ
ঝিনাইদহে ইতালী, চীন, ভারত ফেরত প্রবাসীসহ পরিবারের ২৯২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর আগে ৬৯২ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বর্তমানে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত কয়েক দিনে ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইতালী,চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ঝিনাইদহে নিজ বাড়িতে এসেছে। স্বাস্থ্য বিভাগ এমন খবর পেয়ে সে সব স্থানে গিয়ে তাদেরকে স্বাস্থ্য বার্তা মেনে চলে ১৪ দিনের তত্বাবধানে নিজ বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছেন।ঢাকা থেকে আসা ব্যক্তিদের কেউ।
হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই সুস্থ আছে। তাদের কোন লক্ষন বা ভাইরাস পাওয়া যায়নি।এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে চলাফেরা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।