ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক ‘অলটাইম বেচাকেনা গ্রুপে’র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

‘অলটাইম বেচাকেনা গ্রুপে’র উদ্যোগে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে শতাধিক উদ্যোক্তা এ মেলাই স্টল প্রদর্শণ করে। স্টলে চোখে পড়ার মত ছিল উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন ডিজাইনের আকর্ষনীয় কাপড়, হাতে তৈরী নাড়–, মোয়া, মিষ্টিসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী। মেলা শেষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় অলটাইম বেচাকেনা গ্রুপের এডমিন সাব্বির আহমেদ জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, জোহান এ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক এম মিজানুর রহমান সহ অন্যান্যরা।

এর আগে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সু-চন্দন মন্ডল, প্রশিক্ষণ সমন্বয়ক বিডা আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্সার এন্ড ট্রেনিং এক্সিকিউটিভ শিশির আহমেদ বাবু, মার্কেন্টাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তৌহিদুজ্জামান।

অলটাইম বেচাকেনা গ্রুপের এডমিন সাব্বির আহমেদ জুয়েল বলেন, তরুণ উদ্যোক্তারা চাকুরির পিছনে না ছুটে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজের যোগ্যাতা অনুযায়ী বিশ্বমানের সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলবে। এই লক্ষ্য ও উদ্যেশ্য নিয়েই অলটাইম বেচাকেনার পথ চলা।

পরে স্টল প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ইতিমধ্যে অলটাইম বেচাকেনা গ্রুপের সদস্য সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here