ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাড়ি থেকে ডেকে নিয়ে সম্রাট হোসেন (৩৫) নামে এক তরুণকে তার বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ মে) রাতে ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট উপজেলার চুটলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের মা রিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে তার প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ সম্রাটকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে সবুজের বাড়ির সামনে সম্রাটের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, গতকাল রাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি শিমুল ও ৫ নম্বর আসামি সবুর আলীকে গ্রেফতার করে।
Reporter Name 


















