নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলার আড়–য়াকান্দি নামক স্থানে বাসের সাথে আলমসাধুর সংঘর্ষে জয়েল (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত ও আলমসাধুর দুই যাত্রী মারাত্মকভা আহত হয়েছেন।
শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সাথে ঝিনাইদহগামী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে।
আহত অবস্থায় আলমসাধু চালক একই গ্রামের আব্দুল আলিমের ছেলে জহুরুল (২৫) ও ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর গ্রামের করিম মন্ডলের ছেলে জিল্লুর রহমান (২১) কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।