ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ

 

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রুকন নারী নেত্রী হাসিনা খাতুন ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কুল্লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জামায়াত নেত্রী।

জামায়াতে ইসলামীর নারী নেত্রী হাসিনা খাতুন বলেন, ‘রবিবার সকালে কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনাসভা করছিলাম।

সেই সময় ওই এলাকার বিএনপির নেতা আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুলসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, হাঁসুয়া ও বাঁশের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করেন। পরে আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে মারধর করেন। তখন আল-আমিন, সাহেব ও সোহেল আমার শরীরের থাকা ওড়না টান দিয়ে আমার শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন।’

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ সাংবাদিক সম্মেলনে জানান, হামলাকারীরা জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হেনস্থা করেছে এবং এতে কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাই, পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়িয়া ইউনিয়নের আমির জুলফিকার আলী এবং উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা আল-আমিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসএএস

জনপ্রিয়

ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ

Update Time : ০৮:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রুকন নারী নেত্রী হাসিনা খাতুন ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কুল্লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জামায়াত নেত্রী।

জামায়াতে ইসলামীর নারী নেত্রী হাসিনা খাতুন বলেন, ‘রবিবার সকালে কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনাসভা করছিলাম।

সেই সময় ওই এলাকার বিএনপির নেতা আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুলসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, হাঁসুয়া ও বাঁশের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করেন। পরে আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে মারধর করেন। তখন আল-আমিন, সাহেব ও সোহেল আমার শরীরের থাকা ওড়না টান দিয়ে আমার শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন।’

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ সাংবাদিক সম্মেলনে জানান, হামলাকারীরা জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হেনস্থা করেছে এবং এতে কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাই, পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়িয়া ইউনিয়নের আমির জুলফিকার আলী এবং উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা আল-আমিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসএএস