নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে মামুন হোসেন (২৭) নামের এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন অস্ত্রধারী সন্ত্রাসীরা।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মামুন হোসেন কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।
বিকাশের কালীগঞ্জ হাউজের সুপার ভাইজার মাহাতাবুর রহমান জানান, আমাদের অফিসের কর্মী মামুন হোসেন দুপুরে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে গান্না সড়ক ধরে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। দইঝুড়ি এলাকায় পৌছালে চার যুবক প্রথমে চোখে ধুলা-বালি জাতীয় কিছু ছিটিয়ে দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার আরিফ হোসেন জানান, মামুন নামে বিকাশের এক কর্মী এসেছিলেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারাল দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার ডান হাতের বড় শিরা কেটে গেছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।