ঝিনাইদহে বিদেশ পাঠানোর নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে নারী প্রতারক
বিশেষ প্রতিনিধিঃ
ইচ্ছা ছিল কানাডায় যাবেন। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। এজন্য সহায় সম্পত্তি বেঁচে টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা যে প্রতারক চক্রের হাতে পড়ে যাবে এমনটা ভাবেননি। এখন টাকা উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের শফি কামাল, বিদেধরপুর গ্রামের শান্তি হোসেন, খলিল হোসেন ও ওয়াড়ীয়া গ্রামের কিবরিয়া। এমনকি তারা তাদের পাসপোর্টও উদ্ধার করতে পারেননি প্রতারকদের কাছ থেকে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, প্রতারক চক্র নিজেদেরকে কানাডিয়ান ব্যবসায়ী বলে এই চারজনকে আশা দেন। তারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ ও চাকরির ব্যবস্থা করে দিবেন এমন কথাও শোনান তাদের। এই প্রতারক চক্রের হোতা ঢাকার লালমাটিয়া এলাকার সাজিয়া আহমেদ খান। তিনি লালমাটিয়া এলাকার শপ্তবর্ণা বাড়ির ৩/৯, ডি ব্লকের ৩য় তলায় বসবাস করেন। বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে এভাবে দিনের পর দিন সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন। তার সহযোগি হিসেবে আছেন জেলার কোটচাঁদপুর উপজেলার ভগবানপুর গ্রামের খোরশেদ আলম।
প্রতারক চক্রের হোতা সাজিয়া আহমেদ খানের কাছে মোবাইলে (০১৭৪৭-৩০০৫২৫) এই নম্বরে টাকা চাইলে ওই চার জনকে হত্যার হুমকি দিয়েছেন।
প্রতারণার স্বীকার কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের শফি কামাল বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে আমাদের চার জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি আমাদের পাসপোর্টও ফেরত দেয়নি। মোবাইলে ওই নারীর কাছে টাকা ফেরত চাইলে আমাদের গুমসহ হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে জানতে নারী প্রতারক সাজিয়া আহমেদ খানের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।