নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের মাগুরা পাড়া গ্রামের এক চাতালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিরিনা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টার সময় উপজেলার মাগুরাপাড়া গ্রামের হাজী ওসমানের চাতালে এ ঘটনা ঘটে। নিহত শিরিনা মাগুরাপাড়া গ্রামের মৃত আঃ ছাত্তারের মেয়ে।
ডাকবাংলা ত্রিমোহনী চাউলকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী জানান, প্রতিদিনের ন্যায় সাংসারিক কাজে টিউবওয়েলে থালাবাসন পরিষ্কার করতে যায় সে । এসময় অসাবধানতায় মোটরের তারে সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই তৌহিদুল ইসলাম জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।