ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলুর রহমান ওই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ফেরেন ফজলুর রহমান। এরপর বিশ্রামের উদ্দেশ্যে বাড়ির সেচ পাম্প ঘরে যান। পাম্প ঘরের দেওয়ালে হেলান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক ডা. শাহনেওয়াজ হোসেন জানান, দুপুর ২টার দিকে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষায় দেখা যায়, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। মরদেহে কাঁধের নিচে পোড়ার চিহ্ন পাওয়া গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ