ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যূৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

 

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃস্টে নোমান ( ২০) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ শহরের পর্দা বিতান নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নোমান ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। সে ঐ পর্দা বিতান দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী পদে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এখনও পরিবারের কাছে লাশ হস্তান্তর হয়নি।

সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহা ইসরাইল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিদ্যুতায়িত হওয়ার পর রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে, ইউডি মামলা হবে।

সবুজদেশ/এসইউ

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে বিদ্যূৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

Update Time : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃস্টে নোমান ( ২০) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ শহরের পর্দা বিতান নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নোমান ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। সে ঐ পর্দা বিতান দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী পদে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এখনও পরিবারের কাছে লাশ হস্তান্তর হয়নি।

সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহা ইসরাইল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিদ্যুতায়িত হওয়ার পর রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে, ইউডি মামলা হবে।

সবুজদেশ/এসইউ